Dear member/visitor! Welcome to WapMet.com

Terms

প্রশ্ন করার নীতিমালা

১। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে)। তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এছাড়া যে শব্দের সহজবোধ্য ইংরেজি ভাষা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। ইংলিশ সাবজেক্ট এর প্রশ্ন ইংলিশে করা যাবে। বিশেষ সদস্যগণ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

২। Ask a Question এ প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমাদের সাইটের সার্চ বক্সে একবার সার্চ করে দেখুন, আপনার উক্ত প্রশ্নটি পূর্বে থেকেই করা আছে কিনা। অর্থাৎ, পূর্বে অন্য কোন সদস্য আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন কিনা এবং তাতে আপনার প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর আছে কিনা। যদি আপনার প্রশ্নটির উত্তর পেয়ে যান, সেক্ষেত্রে প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। উত্তর থাকা সত্বেও একই প্রশ্ন একাধিকবার করলে প্রশাসনগণ ঐ প্রশ্ন মুছে ফেলতে পারেন।

৩। কোনো প্রশ্ন করলে সবচেয়ে কাছের সঠিক বিভাগ নির্বাচিত করুন। আপনি যদি উক্ত প্রশ্নটির সঠিক বিভাগে নির্বাচিত করতে অকৃতকার্য হোন, এক্ষেত্রে " ( অন্যান্য ) " বিভাগে আপনার প্রশ্নটি করুন। পরবর্তী যেকোনো সময় আমাদের যেকোনো বিশেষ সদস্য উক্ত প্রশ্নটি সঠিক বিভাগ নির্বাচিত করে দিবেন।

৪। উত্তরদাতা আপনার প্রশ্নটি পুরোপুরি বুঝার জন্য প্রশ্নের " ব্যাখ্যামূলক তথ্য " বক্সে আপনার প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত দিতে পারেন। এতে করে, উত্তরদাতার প্রশ্নটির উত্তর দিতে সহজ হবে।

৫। আপনার প্রশ্নটি এমন হবে যেন প্রশ্ন পড়েই মনে হবে আপনি বিস্তারিত অনেক কিছু জানতে চেয়েছেন। যেমনঃ What is Life Insurance? তবে একসাথে ভিন্ন ভিন্ন বিষয়ে দুটি প্রশ্ন করা যাবেনা। একই বিষয় হলে করা যাবে যদি উত্তর একটি আর্টিকেলেই থাকে।

৬। অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন করলে প্রশ্নের বানানগুলো স্পষ্ট করে সুন্দরমতো সাজিয়ে-গুছিয়ে প্রশ্নটি করুন। যাতে আপনার প্রশ্নটি অন্যান্য সদস্যগণের নিকট বোধগম্য হয়। প্রশ্নটি পরিপাটি হলে উত্তরকারীর জন্য উত্তর দিতে সহজ হবে।

৭। বিশেষ সদস্যগণ বা কতৃপক্ষ সেন্সর করে আপনার যেকোন প্রশ্ন মুছে ফেলতে পারেন অথবা সম্পাদনা করে যথাযথভাবে উপস্থাপনা করে প্রকাশ করতে পারেন।

উত্তর দেওয়ার নীতিমালা

১।Wapmet.com হলো সম্পূর্ণ ইংরেজি ভাষার ওয়েবসাইট। সুতরাং, সকল প্রশ্নের উত্তর ইংরেজি ভাষায় প্রদান করা বাধ্যতামূলক।

২। বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ রাখা হতে পারে, যারা দেখবেন সঠিক তথ্য ও নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স দিয়ে পূর্ন উত্তর প্রদান করা হয়েছে কিনা। অসম্পূর্ণ ও যথাযথ না হলে লুকায়িত বা বাতিল করা হবে।

৩। WapMet.com এর একজন সদস্য হিসেবে প্রথমেই মনে রাখতে হবে, WapMet.com হলো একটি প্রশ্ন উত্তর ভিত্তিক ইংরেজি ব্লগ সাইট। সেক্ষেত্র কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিয়ে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন।

৪। উত্তর প্রদান করার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করে লিখতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এক্ষেত্রেও যদি বাক্যটি কোন মহামানবের কোটেশন হয় তবে তা গ্রহনযোগ্য এবং বাক্যটি ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে। এছাড়া যে শব্দের সহজবোধ্য ইংরেজি আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। কতৃপক্ষ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

৫। যে প্রশ্ন সম্পর্কে আপনি ভাল জানেন, শুধু সেই প্রশ্নের জন্য উত্তর প্রদান করুন । এক কথায় উত্তর প্রদান করা যাবেনা অর্থাৎ অল্প কথায় উত্তর প্রদান করা যাবেনা। যে বিষয়ে প্রশ্ন, সেই বিষয়ের ভুমিকা সঙ্গা সহ গভেষণা মুলক বা আর্টিকেল মুলক বিষদভাবে উত্তর করতে হবে।

৬।কোনো প্রশ্নের সমস্যার সমাধান যদি আপনি না বুঝেন তাহলে সে প্রশ্নে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে প্রশ্নটির পূর্ণাঙ্গ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন। যাতে আপনার উত্তরটির দ্বারা উত্তরকারী তাঁর সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে পারেন।

৭। মডেল উত্তর কম্পিউটার কিভাবে কাজ করে? [(কম্পিউটার বাইনারী পদ্ধতিতে কাজ করে) এমন উত্তর করা যাবেনা]। শুধুমাত্র উত্তরের কাঠামো বলা হল- কম্পিউটার কিঃ, বিদ্যুৎ কিঃ, ট্রানজিস্টর যেভাবে সংকেত তৈরি করেঃ, অন্যান্য পার্টস যেভাবে বিদ্যুৎ মডিফিকেশন করেঃ নেটওয়ার্ক সিগনাল যেভাবে তথ্য বহন করেঃ, সকল যন্ত্রাংশের সংগঠন একত্রে কম্পিউটার কাজ যেভাবে কাজ করেঃ, উপসঙ্গহারঃ । এই হচ্ছে মোটামুটি সম্ভাব্য উত্তর প্রদানের ধারা। আপনাকে বুঝতে হবে আনুষঙ্গিক সকল বিষয় নিয়া বিশদ উত্তর হবে।

৮। তবে প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগটি শুধু স্কুল কলেজের বইয়ের প্রশ্ন বা পরীক্ষার প্রশ্ন হওয়ায় এই বিভাগে বড় ছোট যেকোন আকারে উত্তর প্রদান করা যাবে। এক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে আপনি গোল্ডেন এ+ পেতে চান তাহলে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পেতেন, সেই ভাবে উত্তর করতে হবে। এক কথায় গাইড বইতে যেভাবে থাকে সেইভাবে উত্তর লিখে দিতে হবে। নিজের মতামতের ব্যাখ্যা করা যাবেনা। শুধুমাত্র প্রশ্নের উত্তরটুকুই লিখতে হবে।

৯। WapMet.com কপি- পেস্ট কে সমর্থন করে না। সুতরাং, কোন প্রশ্নের উত্তর অন্য ওয়েবসাইট থেকে হুবহু কপি-পেস্ট করে উত্তর প্রদান করবেন না। কপি-পেস্ট উত্তর প্রদান করা সময় যে বিষয়টি লক্ষ্য করবেন, আপনি যে উত্তরটি পুরাপুরি কপি-পেস্ট করেছেন সেটাকে সুন্দর মতো নিজের থেকে সাজিয়ে- গুছিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করুন। সেই সাথে কপি- পেস্ট করে উত্তর প্রদান করলে উক্ত উত্তরটির তথ্যসূত্র উল্লেখ করে দিন। পোস্ট ইন বিডি থেকে কোনো সদস্যের উত্তর পুরাপুরি কপি- পেস্ট করলে, উত্তর প্রদান করার সময় মূল উত্তরকারীর নামটি উত্তরের নিচে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করুন।

১০। কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে আপনার উত্তরটির পুরোপুরিভাবে সত্যতা প্রমানিত করানোর জন্য তথ্যসূত্র উপস্থাপনা করার চেষ্টা করা। তবে সকল উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র প্রয়োজনীয়তা নেই যেসব উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র অনিবার্য হয়ে পড়ে শুধুমাত্র সেসব উত্তরের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য।

১১। শর্ট উত্তর দেওয়ার জন্য সতর্কতাঃ এরকম ভাবে উত্তর দেওয়া যাবে নাঃ- চট্টগ্রামের পূর্বনাম কি? উত্তরঃ ইসলামাবাদ। এভাবে উত্তর দিলে উত্তর অনুমোদন দেওয়া হবে না বা কোন এডমিনের সামনে এধরনের উত্তর দেখা মাত্র লুকিয়ে ফেলা হবে। সঠিক নিয়মে যেভাবে উত্তর দিবেনঃ চট্টগ্রামের পূর্বনাম কি? উত্তরঃ চট্টগ্রামের পূর্বনাম ইসলামাবাদ। এক শব্দে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

  • আমাদের গোপনীয়তা জেনে নিন

    WapMet.com একটি অনলাইন প্রশ্নোত্তর প্লাটফর্ম। আপনি যখন পোস্ট ইন বিডি ওয়েবসাইট ভিজিট করবেন, তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্যাবলির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখব। আপনি আপনার ব্যক্তিগত কোনো তথ্যাবলি প্রদান না করেও এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তবে, আপনি যদি এই পোর্টালে প্রকাশিত কোনো নিবন্ধে আপনার মতামত প্রকাশ করতে চান, তাহলে আপনাকে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য আপনার কিছু তথ্য আমরা সংগ্রহ করব। এ ছাড়া যদি আপনি আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে ইচ্ছুক থাকেন, সে ক্ষেত্রে আমরা সে তথ্যাবলি সংরক্ষণ করব এবং আইনি বাধ্যবাধকতা না থাকলে সেটি তৃতীয় কোনো পক্ষকে সরবরাহ করব না। তবে পোস্ট ইন বিডি কর্তৃক সংগৃহীত তথ্যাবলি কেবল দাপ্তরিক উদ্দেশ্যে, অভ্যন্তরীণ পর্যালোচনা, ওয়েবসাইটের কনটেন্টের মানোন্নয়নের জন্য ব্যবহৃত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার তথ্যাবলি ব্যবহার করা হবে না। পোর্টাল ব্যবহারকারী ই-মেইল অথবা ফরম পূরণে যেসব তথ্য বিনিময় করে থাকেন, তাদের গোপনীয় তথ্য, যেমন: নিরাপত্তা পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর প্রদান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। পোস্ট ইন বিডি এ ক্ষেত্রে এ ধরনের তথ্যের অপব্যবহার বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। নিবন্ধন ছাড়াও আপনি যখন এ পোর্টালের মাধ্যমে ই-মেইল, কোনো জরিপে অংশগ্রহণ করবেন অথবা যোগাযোগের ক্ষেত্রে কোনো তথ্য প্রদান করবেন, সে ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যাবলি সংগ্রহ করা হতে পারে। এগুলোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। এই পোর্টালটিতে সময়ে সময়ে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে থাকে। আপনি যখন এ ধরনের লিংক ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করলে সে ক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালাই প্রযোজ্য হবে। কোনো প্রকার নোটিশ ছাড়া WapMet কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারবে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীদের নোটিশের মাধ্যমে জানাতে পারবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।
  • 1.1k questions

    871 answers

    14 comments

    1.4k users

    Welcome to WapMet.com, where you can ask questions and receive answers from other members of the community.

    Categories

    1. Hasib

      126 points

      16 answers

      27 questions

    2. Md Morsalin

      43 points

      5 answers

      11 questions

    3. Md.Golam Robbani

      29 points

      1 answer

      13 questions

    4. Nadiya Akther

      27 points

      9 answers

      0 questions

    2 Visitor is online
    0 Member 2 Guest
    Today visit : 1841
    Yesterday visit : 2718
    Total visit : 470672
    All questions and answers published here are solely the responsibility of the respective questioners and answerers Any legal issue will not be borne by WapMet.com authority
    ...