সর্বপ্রথম গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণের সময় গ্রিক লোকদের লেখনীতে গঙ্গারিডই রাজ্যের কথা জানা যায়।গঙ্গা নদীর যে স্রোত এখন ভাগরর্থী ও পদ্মা বলে পরিচিত।এর মধ্যবর্তী অঞ্চলেই এই জাতিগোষ্ঠী বাস কতো।তারাই এ এলাকাকে গঙ্গারিড রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যা আলেকজান্ডারের আক্রমণের সময়েও বর্তমান ছিল।