অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণের একটি প্রকৃষ্ট উদাহরণ। যখন একটি বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় 9.8 m/s^2। অর্থাৎ বস্তুটি যখন ভূপূষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে 9.8 m/s হারে বাড়তে থাকে।