মিশরীয় সভ্যতার শেষের দিকে প্রতারক পুরোহিতদের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্যে এগিয়ে আসেন ফারাও চতুর্থ আমেনহোটেপ।তিনি ক্ষমতা গ্রহণ করার পর পুরোহিতদের মন্দির হতে বিতারিত করা হয়েছিল।বহুদেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার পূজা করার রীতি চালু করেন।আর তখন থেকেই সেই দেবতার নাম এটন হয়।এই নাম অনুসারে নিজের নাম রাখে ইখনাইন।আর এই ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে সর্বপ্রথম মানুষ ঈশ্বর সম্পর্কে জানতে পারে।