ভ্রমণের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-
1. ভ্রমণের সময় আপনাকে অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে।কেননা রুম বাজারের পর থেকে বিদ্যুৎ সংযোগ নেই প্রায় বললেই চলে। তবে বগালেক আর কেওক্রাডং এর রাত্রি যাপনের কটেজ গুলোতে সোলার প্যানেলের মধ্যে পাওয়ার সাপ্লাই করে বিদ্যুৎ এর ব্যবস্থা রাখা হয়েছে।
2. বগালেকে এবং কেওক্রাডং প্রবেশের পূর্বেই আপনার কোন প্রয়োজনীয় জিনিসের দরকার হলে রুমা বাজার থেকেই কেনাকাটা সেরে ফেলুন। কারণ এখানের পর আদিবাসীদের দোকানে সেগুলো নাও পেতে পারেন।
3. বগালেকের ভেতরে টেলিটক এবং রবি সিম ছাড়া অন্য কোন অপারেটরের নেটওয়ার্ক পাওয়াই যায় না। আর কেওক্রাডং - এ কোন সিমেরই নেটওয়ার্ক নেই। তাই সঙ্গে রাখুন রবি এবং টেলিটক সিম।
4. ভ্রমণের সময় নিজের এন আইডি কার্ডটি সাথে রাখুন।
5. আদিবাসীদের সাথে ছবি তোলার সময় অবশ্যই তাদের পারমিশন নিয়ে নিবেন
6. এখানে ঘুরতে এসে টিস্যু, চিপস, চকলেটের প্যাকেট ইত্যাদি ফেলে পাহাড়ি পরিবেশের সৌন্দর্য্যতা নষ্ট করবেন না।
7. ভ্রমণের সময় কখনোই জ্বীপের ছাদে উঠবেন না। পাহাড়ি রাস্তায় ভ্রমণের সময় গাড়ির ছাদে উঠা অত্যন্ত ঝুঁকিপূর্ন এবং অনিরাপদ জনক, তাই আর্মিদের পক্ষ থেকে এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।