শায়েস্তা খান ছিলেন একজন সুদক্ষ সেনাপতি ও দূরদর্শী শাসক।তিনি তার সাম্রাজ্যে সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তা, সেতু নির্মাণ করেছিলেন।দেশের অর্থনীতি ও কৃষির ক্ষেত্রে তিনি কল্পনীয় উন্নতি সাধন করেন।এই সময়ে ব্যবসায় ও বাণিজ্যের ব্যাপক উন্নত করেছেন।তাঁর কালে দ্রব্যমূল্য এত কম ছিল যে, টাকায় আট মন চাউল পাওয়া যেত।মূলত বিভিন্ন জনদরদী কাজের জন্যে স্মরণীয় হয়ে আছেন।