আলাউদ্দিন হুসেন শাহের সিংহাসনে বসার পূর্ব হতে সাম্রাজ্য অরাজকতা ও বিশৃঙ্খলায় পূর্ণ ছিল।হাবসি গোষ্ঠীর দুঃশাসনের ফলে দেশে অরাজকতা তৈরি হয়েছিল।প্রতিটি সুলতানের হত্যা কিংবা মৃত্যুর পিছনে তাদের হাত থাকতো।তাই হুসেন সিংহাসনে বসার পর তাদের এরূপ কার্যকলাপ বন্ধের নির্দেশ দেন।কিন্তু হাবসিরা তাঁর কথা অমান্য করে।ফলাফল তাদের উপরে হত্যার আদেশ হাজির করা হয়।